সমন্বিত উদ্যোগে নাগরিক প্রত্যাশা পূরণ হবে


প্রকাশিত: ০১:০২ পিএম, ১২ আগস্ট ২০১৫

সেবায় নিয়োজিত সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে শতভাগ নাগরিক সেবা ও প্রত্যাশা পূরণ হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে সিটি মহানগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

মেয়র বলেন, নগরবাসী পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন এ সময়ের মধ্যে আমার দেয়া অঙ্গীকার ও নাগরিক প্রত্যাশা পূরণে আমি সচেষ্ট থাকব। এ সময়ের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নাগরিক প্রত্যাশা পূরণ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও পরামর্শ আমি কামনা করি।

তিনি বলেন, আমার মেয়াদে স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও জবাবদিহীতার ভিত্তিতে দায়িত্ব পালন করবো। এক্ষেত্রে আমি পিছপা হব না এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের আমার মনোভাব জানিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি স্বদিচ্ছা থাকলে কঠিনকে জয় করা কোনো কঠিন কাজ নয়।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা খাতে বছরে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্বেও নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী পরিচ্ছন্নতা, উন্নয়ন, আলোকায়নের সাথে সাথে স্বাস্থ্য ও শিক্ষা খাতের পরিকল্পিত উন্নয়ন করার চেষ্টা করছি।

তিনি বলেন, নগরবাসীর স্বার্থে এবং জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খনন, খালের মোহনা ড্রেজিং করা, শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সুইচ গেইট নির্মাণ করার কর্ম পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।  অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।