পটুয়াখালীতে মাদক মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

পটুয়াখালীতে মাদক মামলায় মো. নেছার আহমেদ বাবু (৩০) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে আসামির অনুপস্থিততে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন।

জানা গেছে, ২০১৬ সালের ২১ মে র্যাব-৮ শহরের পুরান বাজার আখড়া বাড়ি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইনসহ মো. নেছার আহমেদ বাবুকে আটক করে। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে সদর থানায় মামলা করে।

আজ বাদী ও আইওসহ দশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বাবুকে তিন গ্রাম হেরোইনের জন্য ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ পিস ইয়াবার জন্য ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। উভয় সাজা একত্রে চলবে বলে বলেও উল্লেখ করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. আরিফুল হক টিটো ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. চন্দন সমাদ্দার।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।