ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জের ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি লাকড়ি মিলসহ ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা জানান।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। ভৈরব ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুছা ভূইয়া জানান, লাকড়ি মিলে বিদ্যুতের ওভার হেটিং (অতিরিক্ত তাপ) থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।
ভৈরব থানা পুলিশ জানায়, হঠাৎ করে ভৈরবের লাকড়ি মিল ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মমিনুল হক রাজুর লাকড়ি মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগলো প্রতিষ্ঠানের কেউ বলতে পারছে না।
আসাদুজ্জামান ফারুক
এমআরএম