ছেলেকে জমি লিখে দিতে গিয়ে মিষ্টি খেয়ে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুরের বিরামপুরে ছেলেকে জমি লিখে দিতে গিয়ে মো. খাতেমুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের বাহিরে এ ঘটনা ঘটে।

নিহত খাতেমুদ্দিন উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত আন্দারু মন্ডলের ছেলে।

তার ছেলে হবিবর বলেন, বাবা তার নামীয় ৩ শতক জমি আমার নামে লিখে দেয়ার জন্য বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। দুপুরের খাবারের পর মিষ্টি খেয়ে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিরামপুর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, নিহত খাতেমুদ্দিন তার ছেলেকে জমি লিখে দেয়ার জন্য তোশারফ মহুরীর কাছে আসেন। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী (ভারপ্রাপ্ত) জানান, ঘটনাটি শুনেছি। নিহতের ছেলেরা এসে মরদেহ নিয়ে চলে গেছেন। তবে জমিটি রেজিস্ট্রি হয়নি।

ইমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।