নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতার গণসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার লিফলেট বিতরণ করে গণসংযোগ অব্যাহত রেখেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন। গত এক সপ্তাহ ধরে তিনি এই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।

মনোনয়ন প্রত্যাশী কাজী সরোয়ার হোসেন জানান, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ চালিয়েছেন। ইতোমধ্যে নড়াগাতি বাজার, যোগানিয়া, বাঐসোনা, কলাবাড়িয়া, কালিয়া বাজার, বাবরা-হাচলা, চাঁচুড়ি বাজার ও পুরুলিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সংসদীয় আসনের অন্যান্য এলাকাতেও গণসংযোগ করবেন বলে জানান তিনি।

Narail-Kazi-Soroar-1

গণসংযোগকালে তারা সঙ্গে নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিবরিল মোল্যা, নড়াগাতি থানা যুবলীগের সাধারণ সম্পাদক কিসমত চৌধুরী, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সাইফুজ্জামান মিরাজ, যুবনেতা শেখ নাদিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নড়াগাতি, কালিয়া, শেখহাটিসহ বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবস এবং দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের সন্তান কাজী সরোয়ার হোসেন। মাঠ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপশি তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছেন।

Narail-Kazi-Soroar-1

নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানান, কাজী সরোয়ার হোসেন ইতোমধ্যে গরিবের বন্ধু এবং নেতাকর্মী বান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। তাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-১ আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়ারও আহ্বান জানান তারা।

হাফিজুল নিলু/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।