জামালপুরে বিপদসীমার ওপরে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অন্তত ৫টি ইউনিয়নের নিন্মাঞ্চলের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার সকালে সরেজমিনে ইসলামপুর উপজেলায় গিয়ে দেখা গেছে, উপজেলার কিনাটুলি ইউনিয়নের কিনাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ওই বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া ওই এলাকার আরও কিছু প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

শুভ্র মেহেদী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।