যাত্রীর পায়ুপথে ৪০ লাখ টাকার স্বর্ণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ মাসুদুর রহমান পবন (৫০) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পবন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

শুল্ক গোয়েন্দা সদস্যরা জানান, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে পাচারকারীরা বেনাপোল চেকপোস্টের কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে- এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা ইমিগ্রেশনে অবস্থান নেয়। ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ডেপুটি কমিশনার নিপুণ চাকমা বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারসহ গ্রেফতার ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।