বাড়ির পথে বিদেশ ফেরত ১৭ শিশু


প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১১ আগস্ট ২০১৫

মিয়ানমার ফেরত মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী ১৫৯ বাংলাদেশীর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শিশু হওয়ায় ১৭ জনকে রেডক্রিসেন্টের মাধ্যমে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে  মঙ্গলবার রাতে এসব শিশুকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, সোমবার দেশে ফেরা ১৭ শিশুকে মঙ্গলবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া কোর্ট) সুশান্ত প্রসাদ চাকমার আদালতে হাজির করে কক্সবাজার জেলা পুলিশ। শুনানি শেষে বিচারক এসব শিশুকে অভিভাবকদের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন।

এসব শিশুদের মধ্যে নরসিংদী জেলার আটজন, নারায়ণগঞ্জের পাঁচজন, চট্টগ্রামের দুইজন এবং ফরিদপুর ও বরিশালের একজন করে রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানিয়েছেন, অপ্রাপ্ত বয়স্ক ১৭ জন শিশু রাতের খাবার শেষে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ নিজ বাড়র উদ্দেশে রয়ানা হয়েছে।

তিনি বলেন, তাদেরকে কক্সবাজার থেকে প্রথমে ঢাকায় নেয়া হবে। সেখান থেকে নিজ গ্রামে পৌঁছে দেবেন রেডক্রিসেন্ট কর্মীরা।

কক্সবাজার রেডক্রিসেন্টের সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, আদালতের নির্দেশে ১৭ জনকে আমরা নিজ ঠিকানায় পৌঁছিয়ে দিচ্ছি। বাকি ১৪২ জনের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তাদেরকেও বুধবার দুপুরের মধ্যে পাঠিয়ে দেয়া হবে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।