টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে একলাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য তিন কোটি টাকা।

সোমবার ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সাবরাং সীমান্ত চৌকির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকার অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পলিথিনের ভেতর থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, তিন কোটি টাকা মূল্যের একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক সম্ভব হয়নি।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।