গাছ ফেলে যানবাহনে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা রাস্তায় গাছ কেটে ফেলে ঢাকা-মৌলভীবাজার পুরাতন মহাসড়ক বন্ধ করে ৭-৮টি বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেল আটক করে লুটপাট করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ বলছে ডাকাতির চেষ্টা হয়েছে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাইছড়া রাবার বাগানের কাছে ডাকাতদলের সদস্যরা রোববার রাত ৮টার পর পাশের একটি গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় ফেলে রাখা গাছের দুই পাশে আটকে পড়া যানবাহনে লুটপাট করে। খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন এবং কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম আলী বলেন, কামাইছড়ার পূর্বদিকে রাবার বাগানের কাছে ডাকাতির চেষ্টা হয়েছে। কিন্তু ডাকাত দলের সদস্যরা লুটপাট করার আগেই পুলিশ ও জনতা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়।

এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, যথা সময়ে পুলিশ ও জনতার তৎপরতায় ডাকাতির চেষ্টাটি ব্যর্থ হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।