হবিগঞ্জে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চালসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

হবিগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে আটক করা হয়।

এ ঘটনায় কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদি হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হচ্ছেন সদর উপজেলার রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বোঝাই করে সরকারি চাল পাচারের উদ্দেশ্যে জেলা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোর্ট স্টেশন ফঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেয়। চালসহ ইজিবাইক ফাঁড়ির সামনে পৌঁছলে পুলিশ তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে পুলিশ চালসহ আটককৃতদের সদর থানায় নিয়ে যায়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, চালগুলো বিক্রি করার জন্য তারা চৌধুরী বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন।

তাদের দাবি, তারা চালগুলো ক্রয় করে নিয়ে এসেছিলেন। কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছে তা তারা জানাতে পারেননি।

এ ব্যাপারে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, রিচি ইউনিয়ন থেকে এসব সরকারি চাল তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে চালসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।