বেনাপোলে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল থেকে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮টি দেশীয় অস্ত্র, ও ১৪টি হাত বোমা উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ।

রোববার ভোরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেনাপোলের মমিনের ছেলে যুবদল নেতা কামাল, আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল কাদের, ইসমাইলের ছেলে কবিররুল, জামায়াত নেতা রেজাউলের ছেলে ইমরান, কাওছারের ছেলে আজিজুর রহমান, আলীর ছেলে আজগার আলী, হানিফ আলী মোড়লের ছেলে এনায়েত আলী ও রফিজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন।

পুলিশ জানায়, গোপন খবরের জানা যায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতা-কর্মী পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১৮টি বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ও ১৪টি হাতবোমা পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।