নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রিজ এবং দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক হেলপার রবিউল করিম (৩০) বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং রাজু আহম্মেদ (২২) সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। এছাড়া নিহত চালকের পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, দুপুরে উপজেলার কারবালা এলাকায় রাজশাহীগামী আকিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক-লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লরিচালক মনিরুল নিহত হন। এ সময় আহত হন বাসের ৫ যাত্রী।

অপরদিকে, সকাল ৮টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় একটি ড্রামবোঝাই ট্রাকের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন হেলপার রাজু ও রবিউল। এক পর্যায়ে ঢাকাগামী অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুজন পিষ্ট হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

একেএম নাজমুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।