পিরোজপুর কারাগারে হাজতির মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

পিরোজপুর জেলা কারাগারে নুরুল ইসলাম আকন (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতি মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের সিরাজউদ্দিন আকনের ছেলে।

পিরোজপুর জেলা কারাগারের জেলার এজি মাহমুদ জানান, নুরুল ইসলাম আকন মঠবাড়িয়া থানার একটি চাঁদাবাজি মামলার আসামি। গত ১৪ জুলাই থেকে সে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে পিরোজপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শিশির অধিকারী হাজতি নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শিশির অধিকারী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসান মামুন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।