এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা
‘ইলিশের বাড়ি চাঁদপুর’। সেই চাঁদপুরে এবার ধরা পড়লো প্রায় সাড়ে তিন কেজি ওজনের ইলিশ, যার দাম সাড়ে ৯ হাজার টাকা। সোমবার (১০ সেপ্টেম্বর) মেঘনা নদীর পাশে বাংলাবাজারে মাছটি বিক্রি করা হয়েছে।
গত রোববার রাতে মেঘনা নদীতে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ে। পরে সোমবার বাংলাবাজারে মাছটি বিক্রি করা হয়। বাজারের মাছ ব্যবসায়ী হানিফ মিয়া মাছটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করেন।
চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে মেঘনা ও পদ্মায় যেসব ইলিশ ধরা পড়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। এমন ইলিশ সাধারণত খুব কমই পাওয়া যায়।
এদিকে বিশ্বে প্রথমবারের মতো ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলমের নেতৃত্বে এ গবেষণা করা হয়। এর ফলে খুব সহজেই ইলিশের জীবন রহস্য নিয়ে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর জানা যাবে।
আরএস/জেআইএম