দাওয়াত খাওয়া হলো না বৃদ্ধ জলিল শিকদারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া হলো না ৭০ বছর বয়সী আব্দুল জলিল শিকদারের। দাওয়াতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন তিনি।

রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জলিল শেখের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী গ্রামে।

স্থানীয় সূত্রগুলো জানায়, জলিল শিকদার পরিবারের লোকজন নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুরে ভাগনির বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইজিবাইকটি বাইপাস সড়ক থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় ওঠার সঙ্গে সঙ্গে বরিশালগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে একই পরিবারের ৫ জন আহত হয়।

গুরুতর আহত জলিল শিকদার (৭০) ও এনায়েত শিকদারকে (৭৫) রাজৈর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জলিল শিকদারকে মৃত্যু ঘোষণা করেন। আহত এনায়েত শিকদারের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ দিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।