বিএনপির সময় ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখত মানুষ : কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সময় ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখতে মানুষ। শেখ হাসিনার সময়ে এখন ঘরে ঘরে বিদ্যুৎ। ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটির হাতে মোবাইল। অথচ বিএনপি নেত্রী উন্নয়ন দেখতে পায় না। বড়পুকুরিয়া কয়লা নিয়ে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

শনিবার সন্ধ্যায় সরকারের উন্নয়ন প্রচারাভিযানের অংশ হিসেবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথে দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী রেলস্টেশন চত্বরের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না।

বিরামপুরে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মাসুদুর রহমান।

উভয় পথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ চৌধুরী, কেদ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র প্রসাদ শর্মা এবং উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।