যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করলেন গৃহবধূ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন নাজমা আক্তার নামে এ গৃহবধূ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি বাসে সন্তান প্রসব করেন তিনি।

নাজমা বেগম বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে নাজমা বেগম হানিফ পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) একটি বাসে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি প্রসব বেদনা অনুভব করেন। যাত্রীদের অনুরোধে বাসের চালক বাসটি মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই কন্যা সন্তান প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

মির্জাপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আওরঙ্গজেব আল হোসাইন জানান, মা ও শিশু সুস্থ আছে। যে কোনো সময় তারা বাড়ি ফিরতে পারবে।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।