ফেসবুক লাইভে বিয়ে করলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে ৬৫ বছরের বৃদ্ধ মাইন উদ্দিন ফকিরের সঙ্গে ৬০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুনের বিয়ে দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে কাতলামারী গ্রামের পাত্রী সাহেরা খাতুনের বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। এক লাখ এক টাকা টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

কাতলামারী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী ও আলীম উল্লাহ জানান, মাইন উদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকে পাত্রীর বাড়িতে উপস্থিত হন। এ সময় কেউ কেউ এই বিয়ের অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। ফেসবুকে লাইভ হয় বিয়ের পুরো অনুষ্ঠান। অনেকে পাত্র-পাত্রীর সঙ্গে সেলফি তোলে ফেসবুকে ছবি দেন।

স্থানীয় সূত্র জানায়, বর মাইন উদ্দিন ফকিরের প্রথম স্ত্রী মারা গেছেন। তার সংসারে এখন পাঁচ ছেলে-মেয়ে রয়েছেন। রয়েছে নাতি-নাতনিও।

অপরদিকে, কনে সাহেরা খাতুনেরও প্রথম স্বামী মারা গেছেন। তার সংসারে রয়েছেন দুই ছেলে-মেয়ে। আছে নাতি-নাতনিও। বিয়েতে তাদের পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।