সৌদিয়া পরিবহনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

শুক্রবার স্কুল বন্ধ তাই বৃহস্পতিবার মায়ের সঙ্গে খালার বাড়ি গিয়েছিল বাবুনি (৮)। শুক্রবার জুমার নামাজের আগে সে দোকান থেকে নাস্তা কিনে রাস্তা পার হতে গিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়কেই প্রাণ হারিয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ঈদগাঁও এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করলেও চালক-হেলপার পলাতক রয়েছে।

নিহত বাবুনি কক্সবাজার সদরের জালালাবাদ ২নং ওয়ার্ডের ছাতিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। মেয়েটি স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বাবুনী নতুন অফিস বাজারের একটি দোকান থেকে নাস্তা কিনে রাস্তা পার হচ্ছিল বাবুনি। এ সময় কক্সবাজামুখী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, খবর পেয়ে জনতার সহায়তায় ঈদগাঁও গরু বাজার এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।