চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম কোতোয়ালী থানার আসকার দীঘি এলাকায় বস্তিতে আগুনের ঘটনায় অরুণ চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জাগো নিউজকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ের একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ-নন্দনকানসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ মন্দির ও আশপাশের কাঁচা বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।