র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৮ অক্টোবর ২০১৪

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে জাকির ও রাজু নামে দুই বনদস্যু নিহত হয়েছেন। এছাড়া বিপুল পরিমান দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সুন্দরবনের মৃগমারী এলাকায় বুধবার সকাল আটটায় আউয়াল বাহিনীর সঙ্গে র‌্যাবের ‘গুলি বিনিময়’ শুরু হয়। নিহত দুইজনই ওই বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান বলেন, ‘মৃগমারী ফরেস্ট অফিসের অপর পাশে বনদস্যুরা ক্যাম্প করে সুন্দরবন ও বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছে- গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। গুলি বিনময়ের এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে। পরে বনজীবীদের নিয়ে সার্চ অভিযান চালায় র‌্যাব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।