রাজশাহীতে অটোচালক হত্যা : ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১০ আগস্ট ২০১৫

রাজশাহীতে অটোরিকশা চালক সমশেরকে হত্যার ঘটনায় পাঁচজনের যাবজ্জীবনসহ সাতজনের কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নগরীর সুজানগর এলাকার রুবেল হোসেন ওরফে আদম, শামীম হোসেন, হাসান ওরফে সজিব, সুমন হোসেন ও মতিউর ওরফে মতি। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর গুড়িপাড়া এলাকার বাপ্পি ও ওসমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুলাই নগরীর সুজানগর এলাকায় অজ্ঞাত এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেন দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ২০ জুলাই নগরীর শাহ মখদুম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদুল করিম বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।

এরপর অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। সুজানগর এলাকার সমশের নামের ওই অটোরিকশা চালককে হত্যার ঘটনায় পুলিশ সাতজনকে আটকও করে।

পরে তাদের মধ্যে পাঁচজন সরাসরি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়া অপর দুইজন ওই হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোরিকশা কিনে নেওয়ার সঙ্গে জড়িত।

এরপর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলা শেষ পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। অবশেষে সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।