বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৯ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে হুন্ডির দেড় লাখ টাকাসহ সেলিম হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার দুপুর ১২টার দিকে পুটখালী মসজিদ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম পুটখালী গ্রামের হাসেম আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় সেলিম নামে এক যুবক ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকাসহ ওই যুবকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আওলাদ হোসেন জানান, আটক সেলিমকে হুন্ডির টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।