চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৮ আগস্ট ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে সোমবার দিবাগত রাতে জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে মো. আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জ উপজেলার শংকর মাইদা গ্রামের রুস্তম আলীর ছেলে মো. আব্দুল কাদের (৩০), শিবনগর গ্রামের আকতারুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩০) ও বালুচর গ্রামের মৃত কুবেদ আলীর ছেলে মো. আব্দুর রহমান (৩৯)।

র‌্যাব-৫ রাজশাহী কার‌্যালয় মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেএমবি সংগঠনের কিছু সক্রিয় সদস্য সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোনো এক নির্জন স্থানে সমবেত হয়ে বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৪০০ গ্রাম গান পাউডার, ২টি উগ্রবাদী বই, ১টি উগ্রবাদী ম্যাগজিন, ৩ সেট উগ্রবাদী হ্যান্ডনোট ও ১১টি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জঙ্গি সংশ্লিষ্টতার স্বীকারোক্তি দিয়েছে বলে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

আব্দুল্লাহ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।