ফতুল্লায় ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৮ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় সাকিব (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ৬/৭টি ইজিবাইক ভাঙচুর করেছে।

ঘটনাস্থল থেকে ঘাতক ইজিবাইকটি আটক করলেও গাড়ির চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত সাকিব পাগলা হাইস্কুল সংলগ্ন এলাকার হামিদের বাড়ির ভাড়াটিয়া মনু মিয়ার ছেলে। সে ওই এলাকায় তার মামার বাড়িতে থাকতো।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাগলা হাইস্কুলের সামনে ইজিবাইক চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে শিশু সাকিবকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার পিএসআই রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টার দিকে ইজিবাইকচাপায় শিশু সাকিব গুরুতর আহত হওয়ার পর রাত ১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শাহাদৎ হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।