রায়গঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৬ এএম, ২৮ আগস্ট ২০১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হক জানান, ঢাকার সিটিং সার্ভিস (চন্দ্রা-গুলিস্তান) আজমেরী গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রায়গঞ্জের ষোলমাইলে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে আহত অবস্থায় ২২ বাসযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতের মধ্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।