ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৬ আগস্ট ২০১৮
ফাইল ছবি

জামালপুরে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

জানা যায়, রোববার ভোর ৫টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচার গ্রামের মো. আনন্দ মিয়ার স্ত্রী সুখী বেগম প্রসব বেদনা নিয়ে জামালপুরের পপুলার প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর ডাক্তারের অনুপস্থিতে হাসপাতালের টেকনিশিয়ানরা তার প্রসব করানোর চেষ্টা করে।

এক পর্যায়ে সুখী বেগমের অবস্থা অবনতি হলে সকাল সাড়ে ৮টার দিকে ডা. শফিকুল ইসলাম তার সিজার করান। এ সময় সুখীর একটি মৃত মেয়ে শিশুর জন্ম হয়। শিশুটির মাথা থেতলানো ও শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিভাবকরা বিক্ষোভ শুরু করলে ডাক্তার শফিকুল ইসলাম ও ক্লিনিকের মালিক মনিরুজ্জামান দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়ে।

নবজাকতের অভিভাবকদের অভিযোগ, ডাক্তার ও ক্লিনিকের কর্মচারীদের অবহেলায় শিশুটি মারা গেছে।

খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, অভিভাবকরা মামলা করলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুভ্র মেহেদী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।