বিজিবি-বিএসএফের রাখি উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৬ আগস্ট ২০১৮

ভারতের একটি জাতীয় উৎসব ‘রাখিবন্ধন’। আর এ উৎসবকে ঘিরে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে ভারত বিএসএফর উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১১ পিলারের পাশে চেকপোস্ট শূন্যরেখায় তারা এই উৎসবে মেতে উঠে। এতে হিলি সীমান্তে শূন্য অঙ্গিনায় দুই বাহিনীর মাঝে এক মিলন মেলায় পরিণত হয়।

ভারত হিলির বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ওই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফকে রাখি পরিয়ে দেয়।

এ দিকে ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কম্পানি কমান্ডেন্ট জামিল শাহের নেতৃত্বে বিএসএফের নারী সদস্যসহ একটি দল চেকপোস্ট শূন্যরেখায় উপস্থিত হয়। এসময় বিএসএফ নারী সদস্যরা বিজিবি সদস্যদের হাতে রাখি বেঁধে দিয়ে উভয়ের মধ্যে মঙ্গল ও সম্প্রীতি কামনায় বিজিবি সদস্যদের মিষ্টি খাইয়ে দেন।

অন্যদিকে বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানি কমান্ডার আ. মালেকের নেতৃত্বে নারী বিজিবি সদস্যরাও ভারতের বিএসএফ সদস্যদের হাতে রাখি বেঁধে মিষ্টি খাইয়ে উৎসবে সামিল হন।

এমদাদুল হক মিলণ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।