রোগ থেকে মুক্তি পেতে ২ বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৬ আগস্ট ২০১৮

নওগাঁর আত্রাইয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধা আত্মহত্যা করেছে। নিহতরা হলেন-উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত ইন প্রামানিকের ছেলে দুদু প্রামানিক (৫৫)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি মরদেহ উদ্ধার করছে পুলিশ। এর আগে শনিবার বিভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ৫টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

রোববার মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।

আব্বাস আলী/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।