ইয়াবা তৈরির কাঁচামালসহ দুই ভারতীয় আটক


প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৯ আগস্ট ২০১৫

নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত থেকে ইয়াবা তৈরির কাঁচামালসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব-১৪ ও র‌্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মেঘালয় প্রদেশের থুরা জেলার রোংরা থানার ইমব্লোকা গ্রামের কেতেনরো মারাক এর ছেলে জেকুস সাগমা (২১) ও কান্ড এ সাগমা। প্রায় ৮১০ গ্রাম ইয়াবা তৈরির কাঁচামালসহ তাদের আটক করা হয়।

উল্লেখ্য যে, উক্ত কাঁচামাল হতে বিপুল পরিমাণ ইয়াবা প্রস্তুত করা সম্ভব ছিল বলে জানায় র‌্যাবের সূত্র। র‌্যাবের সহকারী পরিচালক এএসপি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ অপারেশনের ফলে দেশের যুব সম্প্রদায়কে ইয়াবার মতো সর্বনাশা মাদকের মরণ নেশার হাত থেকে রক্ষা করা ও দেশের ভিতরে এ ধরনের মাদক তৈরির অপচেষ্টা রুখে দেয়া অনেকখানি সম্ভব হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।