যাত্রী নিয়ে শ্যামলী পরিবহনের ২ বাস পুকুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৫ আগস্ট ২০১৮
ফাইল ছবি

কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর ও জিংলাতলীতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

ওসি আবুল কালাম বলেন, আগের দুর্ঘটনার কিছুক্ষণ পরই দিনাজপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের আরেকটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ২০ জন আহত হন।

আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পড়া বাস দুটি উদ্ধার করেছে পুলিশ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।