মাগুরায় গোলাগুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৫ আগস্ট ২০১৮

মাগুরায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোররাতে সদর উপজেলার রাউতড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শিবাদুল ইসলাম ওরফে শিবা ও যশোরের বাঘারপাড়ার কামাল মোল্যা (৩২)। নিহতদের নামে মাগুরা সদর থানাসহ আশপাশের থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।

এএসপি তারিকুল ইসলাম বলেন, শনিবার ভোররাতে সদর উপজেলার রাউতড়া গ্রামের ইটভাটার পাশে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি করছে দুই দল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

দুইজনের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।

মো. আরাফাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।