ঈদের দিন ১২০ আজ ৪০০ টাকা কেজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৩ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের খুচরা বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈদের আগের দিন ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও একদিনের ব্যবধানে দাম বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে ১০০ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সে হিসাবে কাঁচা মরিচের দাম পড়ছে ৪০০ টাকা কেজি।

অস্বাভাবিক মূল্যে মরিচের ঝাল ছড়িয়ে পড়ায় ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদে পরিবহন সংকটে সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শহরের চকবাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, বিভিন্ন জেলা থেকে কাঁচা মরিচ এখানে আসে। ঈদের সময় পরিবহন সংকটের কারণে পর্যাপ্ত কাঁচা মরিচ আসেনি। যে কারণে ১২০ টাকা থেকে দাম বেড়ে ৪০০ টাকা কেজি হয়েছে।

তবে ঈদের আগের দিন প্রতি কেজি মরিচের দাম ১২০ টাকা থেকে একদিনের ব্যবধানে ৪০০ টাকা হওয়ায় বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন ক্রেতারা।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।