কারাগারে থেকেও আলোর পথে ওরা ১৬ জন


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৯ আগস্ট ২০১৫

কারাগারে থেকেও ভালো ফলাফল করেছে ষোল পরীক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ষোলজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। মোট ১৯ পরীক্ষার্থী এ বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজন অকৃতকার্য হয়। এর মধ্যে নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইসরাইল আলীর ছেলে অহিদুর রহমান জিপিএ-৫ পেয়েছেন।

সরকারি সিটি কলেজের শিক্ষার্থী শাহাদাৎ হোসেনের ছেলে আবদুল মতিন পেয়েছেন জিপিএ-৪.৬৭, শফিকুর ইসলামের ছেলে কুদ্দুস আলী পেয়েছেন জিপিএ-৪, আজিজুর রহমানের ছেলে বিন সুলতান পেয়েছে জিপিএ-৪, আবদুস সাত্তারের ছেলে সুজন আলী পেয়েছে জিপিএ-৪, আবদুল হান্নানের ছেলে কাজিমুল ইসলাম পেয়েছে জিপিএ-৪.০৮, কাজেম আলীর ছেলে আবদুল রহিম পেয়েছে জিপিএ-৩.৭৫, রেজাউল প্রামাণিকের ছেলে রিপন আলী পেয়েছে জিপিএ-৩.৫০, আনসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম পেয়েছে জিপিএ-৩.৫৮, খলিলুর রহমানের ছেলে মমতাজুল রহমান পেয়েছে জিপিএ-৩.৪২, আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহাবুল রহমান পেয়েছে জিপিএ-৩.৬৭, নাফিজ মণ্ডলের ছেলে খোরশেদ বাবু পেয়েছে জিপিএ-৩.৪২, হাবিবুর রহমানের ছেলে নুরুজ্জামান পেয়েছে জিপিএ-৩.৪২, রঞ্জু সেখের ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-২.৪০, আবদুল রশিদের ছেলে শাকিল আহম্মেদ পেয়েছে জিপিএ-৩.৩৩ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী ও খুশবার আলীর ছেলে ইউসুফ আহম্মেদ পলাশ পেয়েছে জিপিএ-৪.৭০। তাদের এ ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।  

শাহরিয়ার অনতু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।