শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ আগস্ট ২০১৮
ফাইল ছবি

মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সোমবার সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকট কিছুটা কাটিয়ে এখন ১টি রো রো ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় ঈদের বাড়ি ফেরার গাড়ির স্বাভাবিক চাপ রয়েছে বলে দাবি করেছেন সংশিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম জানান, নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে চ্যানেলের মুখে ডাম্প ফেরিগুলো চালাতে সমস্যা হচ্ছে। একটি রো রো ফেরি চলছে। এ ছাড়া ঘাটে ভোর থেকে গাড়ির চাপ বেড়েছে। সব মিলিয়ে এখনও প্রায় ৩০০-৪০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট (ছোট) গাড়ির সংখ্যা বেশি।

তিনি বলেন, চ্যানেলটি সরু হওয়ার কারণে ফেরিগুলোকে ওয়ানওয়ে সিস্টেমে পারাপার করতে হচ্ছে। এমতাবস্থায় চলমান ফেরিগুলোকে চ্যানেলের মুখে গিয়ে অপেক্ষা করতে হয়। তাই একটু সময় বেশি লাগছে।

এদিকে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ আছে তবে তা স্বাভাবিক। ঈদ উপলক্ষে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। এ রুটে ৮৭টি লঞ্চ চলাচল করে।

বিআইডাবিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে লঞ্চ ঘাট এলাকায়। তবে ঈদের চাপ বলতে যা বোঝায়, তেমন চাপ এখনও দেখা যায়নি। রোজার ঈদের মতোই যাত্রীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই যাতায়াত করছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।