মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:২০ পিএম, ২০ আগস্ট ২০১৮

খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আগুন লেগে দুই জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।

সোমবার বেলা ১১টার দিকে ডিপোর লোডিং পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে মেঘনা ডিপোর লোডিং পয়েন্টে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে নিহতরা দুজনই নজেল ম্যান।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিব মুন্সী বলেন, শুনেছি ট্যাংক-লরিতে তেল লোড দেয়ার সময় এই আগুন লাগে। দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।