রাকিব হত্যা : প্রধান আসামি থানা হেফাজতে


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ আগস্ট ২০১৫

খুলনার শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ মটরস এর মালিক ওমর শরীফ ও সহযোগী মিন্টু খানকে থানা হেফাজতে নিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা। আগামীকাল সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।

রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে খুলনা সদর থানা পুলিশ। গণপিটুনির শিকার এ দুই আসামি গত সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মেদ চিকিৎসকের ছাড়পত্রের পর তাদের থানা হেফাজতে গ্রহণ করেন।  তিনি জানান, আসামিদের সোমবার আদালতে নেওয়া হবে।  

গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর মধ্যে বিউটি বেগমকে বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে পৈশাচিকভাবে শিশু রাকিব হত্যায় বিক্ষোভে ফুঁসে উঠেছেন খুলনার মানুষ।  এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।