একে একে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মহাদেবপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে অসাবধানতাবশত তিন শিশু পানিতে ডুবে মারা যায়।
স্বজনদের ধারণা, এক শিশু প্রথমে পানিতে পড়ে গেলে অন্যরা তাকে বাঁচাতে যায়। এতে একে একে তিনজনই পানিতে ডুবে যায়।
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বলেন, এমন মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তিন শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কাজল কায়েস/আরএআর/এমএস