সিরাজগঞ্জে গরু জবাই করতে গিয়ে আহত ১১


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৬ অক্টোবর ২০১৪

কোরবানির গরু জবাই করার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ১১ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে স্থানীয় জানপুর মহল্লার সলিম সেখ (৩৫) এর অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, পৌর এলাকার কলেজ রোডস্থ এক বাড়িতে গরু জবাই করার সময় দড়ি ছিড়ে লাফিয়ে উঠলে সলিম সেখ গুরুতর আহত হয়। ওই সময় গরুর ঝটকানিতে তার মাথা পাশের দেয়ালে লেগে ফেটে যায়। পরে তাকে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়।

এছাড়া দত্তবাড়ি, মিরপুর, রহমতগঞ্জ, ধানবান্ধি, আমলাপাড়া, কোপদাসপাড়া মহল্লায় মোট ১১জন আহত হয়েছেন। তারা সবাই কোরবানির গরু জবাই কাজে সহযোগিতা করছিলেন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতারের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, কোরবানির গরু জবাই করার কাজে আহতদের সকলেই অনভিজ্ঞ। তারা প্রতিবেশিকে সহযোগিতা ও ভাড়ায় কোরবানির কাজ করতে আসায় এমনটি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।