নীলফামারীতে স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলি


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৯ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় মাধবচন্দ্র রায় (৫০) নামের এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে গুলি করা হয়েছে।  রোববার সকাল সোয়া ১০টার দিকে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের মমিনুরেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাধব চন্দ্র রায় গোলমুণ্ডা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী বিএসসি শিক্ষক ও গোলমুন্ডা চিলাই মৌজার মৃত কেশবচন্দ্র রায়ের ছেলে।  এ নিয়ে জলঢাকা জুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  এ ঘটনায় পুরো এলাকাটি পুলিশ ঘিরে ঘিরে রেখেছে।

প্রত্যক্ষদর্শী একই স্কুলের অপর সহকারী শিক্ষক রতেশ্বর রায় জাগো নিউজকে জানান, তিনি সহ মানববন্ধ চন্দ্র রায় প্রতিদিনের মতো জলঢাকা উপজেলা শহরের বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন।  এসময় একই অটোতে জলঢাকায় অপর ৪ অপরিচিত যুবক এসে উঠেন।  অটোরিকশাটি যখন গোলমুণ্ডার মমিনুরের ডাঙ্গানামক স্থানে এসে পৌঁছে ঠিক তখন অটোতে বসে থাকা ওই চার যুবকের মধ্যে এক যুবক পিস্তল বের করে মাধবচন্দ্র রায়ের প্রথমে পেটে ও পরে কপালে দুটি গুলি করেন।  এসময় তিনি (রতেশ্বর ) অটো থেকে লাফিয়ে দৌঁড়ে পালিয়ে যান।  আগে থেকেই মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অন্য দুষ্কৃতিকারীরা তাকে নিয়ে পালিয়ে যান। দুইজন । এ ঘটনার পর দুস্কৃতিকারীরা ওই দুই মোটরসাইকেলে উঠে ডালিয়া সড়ক ধরে পালিয়ে যায়।

এলাকাবাসী ছুটে এসে গুলিবিদ্ধ শিক্ষক মাধবচন্দ্র রায়কে উদ্ধার করে প্রথমে জলঢাকা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।  তার অবস্থা আশঙ্কাজনক।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।  তিনি জানান, ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।