সুন্দরবনে বনদস্যু নিহত, ২৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০১৮

সুন্দরবনে র‌্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদুস্য আল-আমিন বাহিনীর সদস্য বাবু নিহত হয়েছেন। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি ও উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার সুন্দরবনের শিবসা নদীর মার্কি খালে এ ঘটনা ঘটে। এসময় সাতটি নৌকা, বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সূত্র জানায়, বুধবার ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা থানার মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বাবু নামে এক বনদস্যু নিহত ও র‌্যাবের দুই সদস্য আহত হয়। এসময় বনদস্যুদের হাতে অপহৃত ২৩ জেলেকে উদ্ধার, ৭টি নৌকা, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।