শোক দিবসের অনুষ্ঠানে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৫ আগস্ট ২০১৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে পূর্বধলার মধ্য বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ১৪ জন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পূর্বধলার মধ্য বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেছাত হোসেন বেলাল।

অপরদিকে অনুষ্ঠানস্থলের পাশে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের লোকজন। উভয় পক্ষের আলোচনা চলাকালে একে-অপরকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেয়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।

netrokona-(1)

পুলিশ জানায়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার মধ্য বাজারে কর্মসূচির আয়োজন করে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের সমর্থকরা। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষ এড়াতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি দোকানসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সমর্থকদের সভামঞ্চসহ মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পূর্বধলা বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বধলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। কয়েকজন আহত হয়েছে।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।