প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সেই প্রধান শিক্ষক রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৪ আগস্ট ২০১৮

কুষ্টিয়ায় ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ উদ জামান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীকে গ্রেফতার করে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় দুপুরে কোর্টে হাজির করে পুলিশ। সেই সঙ্গে ৭ দিনের রিমান্ড আবেদন করে। বিকেলে বিচারক দীর্ঘ শুনানি শেষ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ কারণে তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। গ্রেফতার প্রধান শিক্ষককে কোর্টে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

আল মামুন সাগর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।