রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৪ আগস্ট ২০১৮

গত বছরের আগস্ট মাসে সেনাবাহিনীর নির্যাতনের মুখে নিজ দেশ মিয়ানমার ছেড়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তাদের প্রত্যাবাসন করাতে আন্তর্জাতিকভাবে নানা কার্যক্রম চলছে। এরই মাঝে হঠাৎ নতুন করে নাফ নদ পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে শিশুসহ ১২ জন রোহিঙ্গা। সোমবার বিকেলে নাফ নদের সাবরাং এলাকা দিয়ে নৌকায় করে তারা অনুপ্রবেশের চেষ্টা করলে রোহিঙ্গাবাহী নৌকাটি ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, সোমবার বিকেলের দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় ১২ জন রোহিঙ্গা ছিল। এদের মাঝে তিনজন নারী, দুইজন পুরুষ ও সাতজন শিশু-কিশোর রয়েছে। তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।