চাঁদপুরে ১শ ভরি স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৪:২২ এএম, ০৯ আগস্ট ২০১৫

চাঁদপুর রেলওয়ের বড় স্টেশনে ১শ ভরি স্বর্ণের ১০টি বারসহ মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মৃদুল চন্দ্র ধরকে (৪০) আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাত পৌনে ১২ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশনে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। মৃদুল চট্টগ্রাম জেলার পটিয়া থানার জুনরাম ধরের ছেলে।

চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, স্বর্ণ চোরাচালানের সংবাদ পেয়ে জিআরপি থানার সকল পুলিশ সদস্য ট্রেনের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে পর্যায়ক্রমে যাত্রীদের তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে মৃদুল চন্দ্রকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ভরি। তিনি স্বর্ণগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে আসেন। চাঁদপুর থেকে লঞ্চযোগে তার ঢাকায় যাওয়ার কথা ছিলো।

রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান জাগো নিউজকে জানান, আটক মৃদুল চন্দ্র ধরের বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (বি) বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।