খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, পানিবন্দি ৬ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১২ আগস্ট ২০১৮

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা এলাকায় তীব্র জোয়ারের পানির চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে তিনটি গ্রামের ৬ হাজার মানুষ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা পল্টু রহমান জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ার সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। কিছুদিন আগে বাঁধটি ভেঙে গেলে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা সেটি সংস্কার করে। পুনরায় আবারও বাঁধ ভেঙে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, আকষ্মিক বাঁধ ভেঙে থানাঘাটা, মারিয়ানা ও বকচরা এ তিনটি গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৬ হাজার মানুষ। আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। বাঁধ সংস্কারের জন্য কিছু টাকা বরাদ্দ হলেও ঠিকাদার এখনও কাজের নির্দেশনা না পাওয়ায় বাঁধ সংস্কারের কাজ শুরু করতে পারেননি। এর মধ্যে আবারও বাঁধ ভেঙে ক্ষতির সম্মূখীন হলো এলাকাবাসী। এখন পর্যন্ত বাঁধ সংস্কারের জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আকরামুল ইসলাম/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।