৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ এএম, ১২ আগস্ট ২০১৮

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের ওপর গাছ পড়ে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই ঘটনায় ঢাকাগামী আরেকটি ট্রেন উপবন এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এতে গভীর রাতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।