ফরিদপুরে হাজার বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:০৭ এএম, ১১ আগস্ট ২০১৮

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় ওবায়দুর নাম এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব-৮ সূত্র জানায়, শনিবার সকালে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী মো. ওবায়দুর খানকে (২০) আটক করা হয়। আটক ওবায়দুরের বাড়ি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আটক ওবায়দুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পাইকারি ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। আটককে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।