মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১০ আগস্ট ২০১৮
ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী মকবুল (৩৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার ভোর ৪টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২টি মোবাইলহ ৫শ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। নিহত মকবুলের নামে ১২টির মতো মাদক মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুর্বাসন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ অবস্থায় ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।